বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পৌর কমিটির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন


নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পৌর কমিটির সভাপতি রাম সরকারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালন করেছে জেলা ও পৌর হিন্দৃ বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ। বুধবার দুপুরে শহরের মুক্তির রাজশাহীমোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে।

মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সদস্য সচিব প্রনব রঞ্জন বসাক, পৌর কমিটির সাধারন সম্পাদক সুশীল সরকার, সদস্য দেবাশীস সরকার প্রমুখ। বক্তারা বলেন, শহরের আলু পট্টিতে সানরাইজ ক্লাবের সাধারন সম্পাদক রনি ক্লাবের নাম ভাঙ্গিয়ে আলু পট্টি এলাকায় সন্ত্রাসের কায়েম করেছে।

গত ১৩ জুন মঞ্জুর হোসেন দোকানে ক্লাবের সাইন বোর্ড লাগান। হিন্দু বৌদ্ধ খৃষ্টান পৌর কমিটির সভাপতি রাম সরকার এর প্রতিবাদ করলে সন্ত্রাসী রনি ও তার ক্যাডার বাহিনী দিয়ে তাকে মারধর করে রক্তাক্ত গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। বক্তারা অবিলম্বে সন্ত্রাসী রনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।#