বিপদে বিচলিত নয়, খুঁজে নিন মুক্তির ১০ উপায়


লাইফস্টাইল ডেস্ক: বিপদে বিচলিত হওয়াই মানুষের স্বভাব। খুব কম মানুষই আছেন, যারা গভীর সংকটের মুখেও নিজেকে স্থির রাখতে পারেন। বুঝেশুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজে নেন তারাই। কিন্তু যারা অস্থির প্রকৃতির যাদের কাছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে না তারা অনেক সময় নিজেই নিজের বিপদ ডেকে আনেন। বিপদে ভয়মুক্ত থাকার আকুতি জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় বলেছেন- “বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা- বিপদে আমি না যেন করি ভয়”।

বিপদে বিচলিত না হয়ে কী করণীয়, চলুন তা দেখে নিই একনজরে-

* বিপদ-আপদে বিচলিত না হয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন।
* যদি কোনও অন্যায় করে থাকেন তবে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন।
* মাথা গরম করবেন না।
* হা-হুতাশ না করে পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন।
* কী করলে কী হবে তা আগে ভেবে নিন।
* তুলনামূলকভাবে উত্তম পথেই পা বাড়ান।
* নিজের বুদ্ধি ও কৌশলকে কাজে লাগান।
* বিপদে ভীত না হয়ে আত্মবিশ্বাসকে দৃঢ় করুন।
* প্রথমে শান্তির প্রচেষ্টা করুন, তাকে কাজ না হলে বিপদের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করুন।
* নিজের ও সমাজের আত্মসম্মানের কথা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন।

মনে রাখতে হবে, বিপদেই ব্যক্তির যোগ্যতা ও সামর্থ্যের পরীক্ষা হয়। অতএব যেকোনও বিপদে বিচলতি হওয়ার কিছু নেই। বরং ঘুরে দাঁড়ানোর কথা ভাবাই উচিত কাজ।