ফয়সাল আজম অপু: আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতু পর্যন্ত সড়কের একদিকের সম্প্রসারণের কাজ এগিয়ে চলেছে। সেতুর টোলঘর ইজারাদারের পক্ষে পরিচালক আফজাল হোসেন জানান, টোলঘর থেকে সেতুতে উঠার সড়কের পিচ কার্পেটিং তুলে ফেলে নতুনভাবে ঢালাই সড়ক নির্মাণ করা হচ্ছে।
তিনি আরো জানান, সোনামসজিদ স্থলবন্দরের সকল পণ্যবাহী গাড়ি এ সড়ক দিয়েই প্রতিদিন দেশের বিভিন্নস্থানে যাতায়ত করে। লোড আর রোদের তাপে প্রায় সড়ক উঁচুনিচু হয়ে যায়। যার দরুন চলাচলে বিঘ্নঘটে। নতুনভাবে সড়কটি নির্মাণ শেষ হলে এ সমস্যা আর থাকবে না। ৭ জুন রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে সরেজমিনে দেখা গেছে, মহানন্দা সেতু সড়কের টোলঘর থেকে পিচ কার্পেটিং উঠিয়ে ফেলা হচ্ছে।
যার ফলে সড়ক একদিক বন্ধ রেখে অনওয়ে করা হয়েছে। পর্যায়ক্রমে সড়কের অন্যদিকও একইভাবে কাজ সম্পন্ন করা হবে। বারঘরিয়া অংশের সড়কে একইভাবে কাজ করা হবে বলেও জানা গেছে। কাজগুলো শেষ হলে যাতায়াত ব্যবস্থা আরো সহজ হবে বলেও আশা করা হয়।