মান্দায় বিএনপির ত্রাণ বিতরণ


এস এ সিরাজুল ইসলাম, মান্দা(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর মান্দায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে উপজেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু ও মোজাম্মেল হক মুকুল, জেলা আহবায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকেসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিএনপির সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামানিক বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মান্দা উপজেলায় সাড়ে ৭শ পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও ভোজ্যতেল দেয়া হয়।