লুফথানসার ২৬ হাজার কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে


রাপ্র ডেস্ক: জার্মানির রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা লুফথানসা জানিয়েছে, বর্তমানে প্রয়োজনের চেয়ে তাদের ২৬ হাজার কর্মী বেশি রয়েছে। অর্থাৎ এ বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছেন। স্থানীয় সময় বুধবার (১০ জুন) এ তথ্য জানিয়েছে জার্মান এয়ারলাইন্সটি। খবর রয়টার্স ও এএফপি।

লুফথানসার মুখপাত্র ট্রেড ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে জানান, হিসাব অনুযায়ী এয়ারলাইন্সটির বর্তমানে ২২ হাজার পূর্ণকালীন সমতুল্য পদ বা ২৬ হাজার কর্মী উদ্বৃত্ত রয়েছে। এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে লুফথানসার নিট ক্ষতি হয়েছে ২১০ কোটি ইউরো।

এ অবস্থায় গত সপ্তাহে এয়ারলাইন্সটি ব্যাপক মাত্রায় পুনর্গঠন প্রক্রিয়ার ঘোষণা দেয়। এর মধ্যে অন্যতম হলো কর্মী ছাঁটাই ও সম্পদ বিক্রি। এর আগে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল লুফথানসা। তবে বর্তমান প্রেক্ষাপটে নতুন হিসাব অনুযায়ী এ সংখ্যা অনেক বেশি হবে।

লুফথানসা জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে তারা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে পড়েছে। সাম্প্রতিক মাসগুলোয় বৈশ্বিক বিমান পরিবহন কার্যত থমকে ছিল। যা প্রথম প্রান্তিকে এয়ারলাইনসটির বিপুল আর্থিক ক্ষতির মূল কারণ।

ফলে কর্মী ছাঁটাই নিয়ে সিদ্ধান্তের বিষয়ে কোম্পানিটি শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে সমঝোতায় আসতে চাইছে। একই সঙ্গে খণ্ডকালীন নিয়োগের পাশাপাশি অন্য উপায়ে কর্মীদের খরচ কমানোর বিষয়েও ভাবা হচ্ছে।

লুফথানসার কাছে জোরপূর্বক কর্মী ছাঁটাই এড়ানোর দাবি জানিয়েছে ফ্লাইট অ্যাটেনড্যান্টস ইউনিয়ন ইউএফও। এ বিষয়ে চুক্তি সম্পাদনের জন্য ইউএফও কাজ করে যাচ্ছে।

অন্যদিকে ৪৫ শতাংশ পর্যন্ত মজুরি কর্তনের প্রস্তাব দিয়েছে পাইলটদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন। এর বদলে ইউনিয়নটি লুফথানসার কাছে তাদের সদস্যদের যতটা সম্ভব চাকরি রক্ষার দাবি জানিয়েছে।