মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাসদের শোক


রাপ্র ডেস্ক: আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক, সাবেক মন্ত্রী, শহীদ জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-(জাসদ)।

শনিবার ( ১৩ জুন) দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক শোকবার্তায় এ শোক জানানো হয়।

শোকবার্তায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার শোকবার্তা জানায়। এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-রাজনৈতিক সহযোদ্ধা-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

তারা বলেন, সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনসহ প্রগতিশীল আন্দোলনে মোহাম্মদ নাসিমের ঐতিহাসিক অগ্রণী সাহসী ভুমিকা, কুখ্যাত সন্ত্রাসীএরশাদ শিকদারকে গ্রেফতার-বিচার-শাস্তি, দক্ষিন-পশ্চিমাঞ্চলের সশস্ত্র সন্ত্রাসীদের আত্মসমর্পন, মোবাইল ফোনের একচেটিয়া ব্যবসায়কে উন্মুক্ত ও প্রতিযোগিতামুলক করে দেয়ার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।

তারা বলেন, মোহাম্মদ নাসিম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা ও রক্ষারর জন্য সর্বদা আন্তরিক ও সচেষ্ট ছিলেন।

তারা বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যতে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের অপরিসীম ক্ষতি ও শূন্যতা সৃষ্টি করবে।