শিশুর রাগ কমানোর ৫ উপায়


লাইফস্টাইল ডেস্ক: কোনও শিশু কান্না বা রাগ করলে তাকে শান্ত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন অভিভাবকরা। যেমন টিভির সামনে বসিয়ে দেয়া, মোবাইল ফোনে গান শোনানো ও খেলনা জাতীয় কোনও কিছু শিশুর কাছে দেয়া। এসবের মধ্যে শিশুর মনযোগ বসলে শিশুর রাগ বা কান্না থেমে যায়। এছাড়া আরও কিছু উপায় আছে, যা করলে শিশুর রাগ সহজেই কমে যায়।

আসুন জেনে নেই শিশুর রাগ কমানোর কিছু উপায়…

১. শিশু যখন রেগে যাবে বা কান্না করবে, তখন নিজেকে শান্ত রাখুন। এতে করে শিশু নিজে নিজেই চুপ হয়ে যাবে।

২. জড়িয়ে ধরে আদর করলে শিশুর রাগ কমে যায়।

৩. শিশুকে প্রশংসা করলে তারা খুশি হয়। সে সময় রেগে গেলেও সহজেই শান্ত হয়ে যায়।

৪. শিশু রেগে গেলে বা কান্না করলে তাদের শান্ত করতে গান শোনাতে পারেন।

৫. শিশুকে জড়িয়ে ধরে থাকলে শান্ত থাকে।

উল্লেখিত উপায়গুলো অবলম্বন করে শিশুর রাগ সহজেই কমানো সম্ভব।