শেখ হাসিনাকে ফোন করে ঈদ শুভেচ্ছা মোদীর


রাপ্র ডেস্ক:  পবিত্র ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঈদের দিন সোমবার বিকেলে গণভবনে ভারতের প্রধানমন্ত্রীর টেলিফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এতে দেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে শনিবার মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়-ক্ষতির খোঁজখবর নেন এবং প্রাণহানিতে সমবেদনা জানান। প্রধানমন্ত্রীও তাঁকে ধন্যবাদ জানান।