ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত


রাপ্র ডেস্ক: এবার বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রবিবার রাজধানীর ধানমণ্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

সোমবার (২৫ মে) রাতে বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, রবিবার সন্ধ্যায় ইফতারের আগে বাইরে গেছিলাম। তখন শরীরের তাপমাত্রা বৃদ্ধি হয়। পরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয়। এতে আমার করোনা পজিটিভ আসে।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই তার নমুনা পরীক্ষা করা হয়। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন এবং পরিবারের অন্য সদস্যরা কোয়ারেন্টাইনে আছেন বলে জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ছাড়াও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।