শেষ কর্ম দিবসে ভালোবাসায় সিক্ত-ভালো থাকবেন ওসি মোজাফফর হোসেন-নিরবে বিদায়


ফয়সাল আজম অপু : শেষ কর্মদিবসেও ভালবাসায় সিক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা একজন সাদা মনের সকলের প্রিয় মানুষ। গতকাল শনিবার ৩ সেপ্টেম্বর তাঁর কর্মজীবণের শেষ দিনে পুলিশের বিভিন্ন অফিসার ও সদস্যরা তাদের বিদায়ী প্রিয় কর্মকর্তাকে এক নজর দেখার জন্য অফিসে ভীড় জমিয়েছেন। কুশল বিনিময় করে তাঁর ভবিষ্যৎ জীবনের সমৃদ্ধি ও কল্যান কামনা করেছেন।

শনি ও রবিবার দিনব্যাপি ওসি মোজাফফর হোসেনকে ঢিলেঢালা বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সদর মডেল থানার পুলিশের পক্ষ থেকে থানায় অবসর জনিত কারণে অনাআড়ম্বরপূর্ণ কোনো বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়নি। তারপরও এ সময় পুলিশদের পক্ষ থেকে ও বিভিন্ন মহল তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন। এযেনো হৃদয় বিদারক দৃশ্য।

বিদায়ী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিদায়ের এ ক্ষণে সকলের সম্মাণ ও ভালবাসায় আমি মূগ্ধ- অভিভূত। চাকরিতে থাকাকালীণ সময়ে সততা ও নিষ্ঠার সাথে দেশের কল্যাণে নিবেদিত থেকে সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তার বিবেচনার ভার সহকর্মী ও থানাবাসীর সকলের উপর।

মোজাফফর হোসেন এ থানায় দীর্ঘ সময়ে একজন সৎ, সাদা মনের মানুষ, কর্তব্যপরায়ন অফিসার হিসেবে স্বীকৃতি পান। শুধু তাই না! রাজশাহী বিভাগের ৮ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুলিশ বাহিনীর পুরস্কার পেয়েছেন। তাঁর বিদায়ে জেলার পুলিশ সমাজের পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই ভারাক্রান্ত।

উল্লেখ্য, ওসি মোজাফফর হোসেন ২৭ জুলাই ২০১৮ সালের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। আর আজ ০৪ সেপ্টেম্বর ২০২২, রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা থেকে বদলীজনীত কারণে সবাইকে কাঁদিয়ে বিদায় হন। যেখানেই থাকবেন, ভালো থাকবেন ওসি মোজাফফর হোসেন সেই দোয়া রইলো।