সিংড়া পৌর এলাকা লকডাউন ঘোষণা


 নাটোর প্রতিনিধি: জেলায় প্রথমবারের মত ৮ জন করোনা সংক্রমিত হওয়ায় জেলার সিংড়া পৌর এলাকা এবং নাটোরের আগদিঘা ও গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত হয়েছে নাটোরের স্বাস্থ্য বিভাগ।

আক্রান্তদের মধ্যে জেলার সিংড়া উপজেলায় ৫ জন, গুরুদাসপুর উপজেলায় ২ জন এবং সদর উপজেলায় ১ জন। গত ২২ ও ২৩ এপ্রিল সংগৃহিত নমুনায় এসব ধরা পরেছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান।

তিনি বলেন, এখনো সকল ধরনের তথ্য পাওয়া যায়নি। আমি ঢাকা থেকে ইমেইল এর অপেক্ষায় রয়েছি। ই মেইল এলেই বিস্তারিত বলা যাবে। তবে করোনা পজেটিভ এটা সত্য। আমাদের সংগৃহীত নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছিল। রাজশাহী থেকে ঢাকায় এনআইএলএম ল্যাবরেটরীতে পাঠানো হয়। সেখান থেকেই আমাকে ফোনে জানানো হয়েছে করোনা পজিটিভ পাওয়ার বিষয়টি। আমরা ই-মেইল পেলেই সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি সংশ্লিষ্ট এলাকা লকডাউন সহ যা যা করার দরকার সবই করা হবে।