আত্মসমর্পণকারী ৫৭ চরমপন্থীকে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে আত্মসমর্পণকারী ৫৭ জন চরমপন্থীকে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়।
জানা গেছে, সোমবার দুপুর ১২ টার দিকে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স মাঠে আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদানকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সংসদ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম(বার), জেলা প্রশাসক মোঃ হামিদুল হক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা রাজশাহী বিভাগীয় প্রধান মোঃ জহীর উদ্দিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে আত্মসমর্পণকারী ৫৭ জন প্রত্যেক চরমপন্থীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদানকৃত পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে বর্তমান সরকারের আহবানে সাড়া দিয়ে এ ৫৭ জন চরমপন্থী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আত্মসমর্পণ করেন এবং অন্ধকারের পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। করোনার এই দুর্যোগকালিন সময়ে তাদের নিজ নিজ পেশার উন্নয়নের স্বার্থে ও অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য এ অর্থ প্রদান করা হয়। চরমপন্থীদের মধ্য থেকে আব্দুর রাজ্জাক বাবু নামক এক আত্মসমর্পণকারী চরমপন্থী এই আর্থিক অনুদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান এবং ভালো পথে থেকে সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুুলিশের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময়ে এদের প্রত্যেককে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। ৫৭ জন আত্মর্পণকারীর মধ্যে বাগমারা থানার সদস্য ৩৩ জন, দূর্গাপুর থানার ৫ জন, পুঠিয়া থানার ১৬ জন ও রাজশাহী মহানগরের ৩ জন। সম্মানিত অতিথিগণ তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আত্মসমর্পণকারী চরমদের আলোকিত পথে থেকে দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের আহবান করেন।