কানসাট উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত


নিয়ামতপুর (নওগাঁ )প্রতিনিধি: পুরোনো বন্ধুদের কাছে পেয়ে কেউ কুশল বিনিময়ে ব্যস্ত। একে অন্যকে বুকে জড়িয়ে ধরছেন কেউ। কেউ খুলেছেন গল্পের ঝাঁপি। যেন ফিরে গেছেন পুরোনো দিনে। বন্ধুদের এমন আবেগ, উচ্ছ্বাস বুঝিয়ে দিল বাঁধন আলগা হয়নি মোটেও, আছে প্রাণে প্রাণে।
আজ শনিবার (১৮ফেব্রুয়ারী) চাঁপাই নওয়াবগঞ্জ জেলার বৃহৎ উপজেলা শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয়ের ২০০২ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের পূর্ণমিলনী উৎসব। ‘বন্ধুত্বের মিলন গড়বো ভাতৃত্বের বন্ধন, স্লোগান নিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় এই পূর্ণমিলনী অনুষ্ঠান। পূনর্মিলনী উৎসবে অংশ নেওয়া সবার পরনে ছিল নেভী ব্লু রঙের টি-শার্ট।
সকাল ১০টার দিকে উপস্থিত হয়ে ২০০২ ব্যাচের মরহুম  সকল শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কানসাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরতাজ আলম, মোঃ সইবুর রহমান, মোঃ গুলজার হাসাইন, মোঃ সইবুর রহমান নিউ, মোঃ গোলাম মোস্তফা প্রমূখ।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, ‘এ আয়োজন ঘিরে যে প্রাণের স্পন্দন তৈরি হয়েছে, সেটি যেন আমাকেও স্পর্শ করছে। এমন আয়োজন মহানগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০২ সালের এসএসসির ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে। এ বন্ধন যেন ভবিষ্যতেও অটুট থাকে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, ২০০২ ব্যাচের পূর্ণমিলী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে আবারও ছাত্র জীবনে ফিরে যেতে মন চাচ্ছে। এরকম অনুষ্ঠান বন্ধুত্বের সম্পর্ককে অটুট বন্ধনে আবদ্ধ করে।