চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্র্যাব


ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ   র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১ হাজার ৪৫৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের মো. কুদ্দুস মোড়ল এর ছেলে মো. মাহিদুর (৩০)।

প্রেস-বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাই ক্যাম্প জানতে পারে শিবগঞ্জের বালিয়াদিঘী উত্তরপাড়া গ্রামে এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। খবর পাবার পর রোববার সকাল ১০ টার দিকে দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৫৫ বোতল ফেনসিডিলসহ মাহিদুরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।