চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় জনপ্রিয় দৈনিক চাঁপাই চিত্র অফিসে ককটেল হামলা


ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় দৈনিক চাঁপাই চিত্র অফিসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ অক্টোবর) গভীর রাতে কোন এক সময় দুর্বৃত্তরা পত্রিকা অফিসটির ছাদে ককটেল ছুড়ে মারে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।

চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন জানান, শনিবার গভীর রাতে পত্রিকার কাজ শেষ করে তিনিসহ প্রত্রিকায় কর্মরত সবাই প্রায় রাত সাড়ে ১০ টার দিকে বাসায় যান। পরে নাইটগার্ডের মাধ্যমে ককটেল হামলা বিষয়টি জানতে পেরে পুলিশকে জানিয়েছিলাম। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পরে, এমন প্রশ্নে পত্রিকাটির সম্পাদক বলেন, স্থানীয় দৈনিক হিসাবে আমরা সবধরনের সংবাদই প্রকাশের চেষ্টা করে আসছি। সংবাদ মূল্য থাকলে আমরা সংবাদ প্রকাশে পিছু পা হয় না। সে যেই হোক না কেন। আমরা আশা করি পুলিশ অপরাধীকে খুজে বের করবে।

এবিষয়ে সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু বলেন, দৈনিক চাঁপাই চিত্র পত্রিকা আমাদের জেলার অহংকার। এই পত্রিকা আমাদের জেলাবাসীর আত্মসম্মান বাড়িয়েছে। দুঃখজনক হলেও সত্যি দৈ‌নিক চাপাই চিত্র” কার্যাল‌য়ে গভীর রা‌তে দুর্বৃ‌ত্তের ছোড়া কক‌টেল বি‌ষ্ফোর‌ণের এ পোড়া ক্ষত যেন জা‌তির বি‌বে‌কের উপরই নগ্ন হামলা!

এ ঘটনার সা‌থে জ‌ড়িত‌দের দ্রুত গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় নি‌য়ে এ‌সে, দৃষ্টান্তমূলক শা‌স্তি নি‌শ্চি‌তে সকল পেশাদার সাংবা‌দিকবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলার উদাত্ত আহ্বান জানান।
গত সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ রামচন্দ্রপুরহাটের নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার কথাও তুলে ধরেন ভুক্তভোগী সাংবাদিক অপু।

সত‌্য প্রকা‌শে সাংবা‌দি‌কের কলম ও ক‌্যা‌মেরা কা‌রোও কা‌ছে মাথা নত ক‌রে না বলেও জোরালো ভাবে বলেন তিনি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে এই বিস্ফোরনের ঘটনা ঘটেছে। তবে এটা ককটেল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বারুদের গন্ধ পাওয়া গেলেও ককটেলের স্পি­ন্টার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়নি। কোন দূস্কৃতিকারী ভীতি ছড়াতে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর আমরা ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়েছি, আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জরুরী সভা ডাকা হয়। জরুরী সভায় সকল সদস্যর উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গ্রেফতার-না হলে পরবর্তী সিদ্ধান্তে সর্ব সম্মতিক্রমে আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জোরালো ভাবে বলেন তিনি।