চাঁপাইনবাবগঞ্জে করোনা দুঃসময়ে আম ব্যবসায়ীদের জন্য হোটেল নির্ধারণ


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের রাজ্য। করোনার প্রাদূর্ভাবে বহিরাগত আম ব্যবসায়ীদের কথা ভেবে শিবগঞ্জ উপজেলা প্রশাসন দুটো আবাসিক হোটেলকে নির্ধারণ করেছে। শিবগঞ্জ মনাকষা মোড়ে অবস্থিত মৌচাক আবাসিক হোটেল এবং অপরটি শিবগঞ্জ থানা গেটের সামনে হোটেল প্যারাডাইস (আবাসিক)।

দুটো আবাসিক হোটেলের স্বত্ত্বাধীকারী দূরুল হোদা ও সাইফুল ইসলাম (মিটুল খান) জানান, আমরা বহিরাগত আম ব্যবসায়ীদের থাকার জন্য সর্বোচ্চ ছাড় দিবো, আমরা যদি আমাদের আম চাষী ভাইদের সাহায্য করি আমাদেরই সুনাম হবে। বরাবরের মতোই আমরা সফল হবো। হোটেল দু’টির মালিক স্বাস্থ্য বিধি মেনে চলারও বিষয়টি গুরুত্ব দিবেন বলে জানিয়েছেন।

এদিকে কানসাটের কোন আবাসিক হোটেলের নাম না থাকায় কানসাটবাসী তাদের হতাশার কথা জানিয়েছেন। শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, এবছর বিভিন্ন এলাকা হতে আগত আম ব্যবসায়ীদের সুবিধার জন্য শিবগঞ্জ উপজেলার ২টি আবাসিক হোটেল নির্ধারণ করা হয়েছে।যাতে করে শিবগঞ্জ উপজেলায় তারা নিরাপদ থাকেন।