চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা যানবাহন চলাচল শুরু


ফয়সাল আজম অপু: গণপরিবহন চালুর ঘোষণায় আজ সকাল ৬টা থেকে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, ঢাকা রুটের যানবাহন চলাচল শুরু হয়েছে। শহরের বিশ্বরোড মোড়ে লোকাল এবং গেটলক সহ বিভিন্ন গণপরিবহনে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের বসার ব্যবস্থা করেছে সংশ্লিষ্টরা। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক গ্রুপ লিঃ এর মহানন্দা, গেটলক সার্ভিস কাউন্টারের টিকিট মাষ্টার মোহাম্মদ আলি জানান, সরকারি স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব রেখে একসিট পর, পর মোট আসনের অর্ধেক আসনে যাত্রী নিয়ে যাত্রা করছে। সরকার নির্ধারিত ভাড়া, ৬০% বৃদ্ধি করে আগের ৭০টাকার স্থলে ১১০ টাকা ভাড়া রাখা হচ্ছে ( চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী)।

এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হরিপুর বোডঘর মোড়ে সমিতির চেকপোস্টে তদারকি করা হচ্ছে। তবেে উল্টো চিত্রর লক্ষ্য করা গেছে সিএনজি অটোরিক্সা গুলোতে। একই মোড়ে অটোরিকশা, সিএনজিতে গাদাগাদি করে( ৮/১০)করে অনেকেই রাজশাহী যাচ্ছেন।