তানোরে স্ত্রী-সন্তানসহ করোনা মুক্ত ইউএনও


তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো ও তাঁর স্ত্রী-সন্তানের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৪ দিন চিকিৎসা শেষে পুনরায় করোনা পরীক্ষায় করা হয়। আজ (৫ই জুলাই) রোববার নমুনা পরীক্ষায় স্বপরিবারে ইউএনও সুশান্ত কুমার মাহাতো করোনা মুক্ত (নেগেটিভ) রিপোর্ট আসে।

উল্লেখ্য, গত (২৫ শে জুন) জ্বর নিয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় নমুনা পরীক্ষায় ইউএনও সুশান্ত কুমার মাহাতো’র করোনা পজিটিভ আসে। একদিন পরেই গত (২৬ শে জুন) ইউএনও’র স্ত্রী ডাক্তার শাপলা রাণী (২৬) এবং ছেলে শ্রীশান্ত মাহাতো’র (৪) করোনা টেস্টে পজেটিভ আসে।

আক্রান্তের পর থেকেই ইউএনও স্বপরিবারে বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে ১৪দিন চিকিৎসা নেয়ার পর পুনরায় করোনা পরীক্ষায় স্বপরিবারেই ইউএনও (করোনা মুক্ত) নেগেটিভ আসে।

অপর দিকে ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সংস্পর্শে থাকা করোনা আক্রান্ত তানোর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর এএইচএম ফেরদৌস জামান সিদ্দিকীও নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। দ্বিতীয় পরীক্ষায় তারও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।