তুরস্কের ৩ এমপি করোনা পজিটিভ


আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের বিরোধী দলীয় তিন এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (২৮ জুন) তাদের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। পিপলস’ ডেমোক্র্যাটিক পার্টির ওই তিন এমপির নাম প্রকাশ করা হয়নি। কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। 

এক বিবৃতিতে পিপলস’ ডেমোক্র্যাটিক পার্টির সংসদীয় দলের উপ-চেয়ারপার্সন হাক্কি সারুহান ওলুক ও মেরাল ডানিস বেস্তাস জানান, দলের কার্যালয়ের এক পরিচ্ছন্নতা-কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর অনেক নেতা-কর্মীর পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে, এখন পর্যন্ত তিনজন এমপি করোনায় আক্রান্ত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আক্রান্ত তিন এমপি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে। এছাড়া দলের সব কর্মী, সদস্য, উপদেষ্টা ও এমপিদের করোনা পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তুরস্কে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৭ জনের এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।