দুর্গাপুরে গোপনে হাট বসানোর কারনে ইজারাদারের জরিমানা


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দূর্গাপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে গোপনে পানের হাট বসানোর কারনে উপজেলার জয়নগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারের হাট ইজারাদারকে ১লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।
রাজশাহীর দূর্গাপুরে লকডাউন ঘোষণার পরও বাজারগুলো মানছেনা সরকারী জারীকৃত আদেশ অমান্য করে উপজেলা জয়নগর ইউনিয়নের বুধবারে কালিগঞ্জ বাজারে অবৈধ ভাবে ভোরে পানের হাট বসান কানপাড়া গ্রামের মৃতঃ ফরিদ মন্ডলের ছেলে আমির হোসেন সরকারি আদেশ অমান্য করে অবৈধ ভাবে জয়নগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে পানের হাট বসানোর কারনে আমির হোসেনকে এই অর্থদন্ডাদেশ দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে বাজারে কিছু কিছু দোকান খোলা থাকছে। দোকানদারদের মাইকিং করে জানানোর পরও তারা লুকোচুরি করছিলেন। এ কারনেই তাদের জরিমানা করা হয়েছে।