দুর্গাপুরে সেচযন্ত্র চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ভ্যান চালক সহ তিন চোর আটক


দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে সেচযন্ত্র শ্যালোমেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ভ্যানচালক সহ তিনজনকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর উপজেলার আড়ইল উজানখলশী গ্রামে।
উপজেলার আড়াইল গ্রামের সেলিম রেজার দেওয়া সংবাদ মারফত জানা যায়, দুর্গাপুর উপজেলার আড়াইল দয়ার ব্রিজ সংলগ্ন কৃষি জমিতে শেষ কাজে ব্যবহৃত দুইটি চায়না শ্যালোমেশিন ভ্যানযোগে চুরি করে নিয়ে যাওয়ার সময় উজানখলশী গ্রামে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়ির পাশে এলাকাবাসী চোরদের আটক করে।
প্রকৃত চোর পুঠিয়া উপজেলার কার্তিক পালা এলাকার আলমগীর হোসেন (৪২), আফজাল হোসেন (৩৪) ও ভ্যান চালক জুয়েল রানা (২৮)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃত চোরদের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়ির পাশে বেঁধে রেখে দুর্গাপুর থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
 এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ওসি নাজমুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কিসমত গনকৈড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে জানালেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আড়ইল গ্রামের দয়ার ব্রীজের নিচ থেকে  ২ টি চায়না মেশিন (পানি সেচ দেওয়া)  চুরি করে নিয়ে যাওয়ার সময় উজালখলসী পূর্বপাড়ায় ভ্যানচালকসহ ৩ জন আটক।