ধামইরহাটে জমি নিয়ে দ্বন্দ ধান নিয়ে আসলেন ইউপি চেয়ারম্যান ও পুলিশ


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে দ্বন্দ হওয়ায় উভয় পক্ষের শান্তি শৃঙ্খলার জন্য জমির মাড়াইকৃত ধান বাড়ী থেকে নিয়ে আসলেন স্থানীয় থানা পুলিশ ও জন প্রতিনিধি।

জানা গেছে উপজেলার রামরামপুর (তেলিপাড়া) মাঠে স্থানীয় ফিরোজা বেগম ও দেওয়ান মামুন রেজা সাথে জমি জমা নিয়ে দ্বন্দ চলমান। মামুন রেজা বলেন, আমার দাদীর নিকট থেকে ক্রয়কৃত সম্পত্তিতে আমি ইরিবোরো ধান রোপন করে তা কেটে আমার আত্নীয় বাড়ীতে রেখেছি, সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ উপস্থিত থেকে আমার মাড়াইকৃত ৪০ মন ধান বাড়ী থেকে জোর করে নিয়ে আসে, আমি এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেছি।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদার বলেন,‘ পুলিশকে ঘটনাস্থলে ডাকলে সেখানে যেতেই হয়’। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বলেন, ‘আমি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঘটনাস্থলে গিয়েছি যেহেতু জমিটি ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে চাষাবাদ করছিল, সে কারণে স্থানীয় দ্বন্দ নিরসনে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের উপস্থিতিতে ধানগুলো একটি বাড়ী থেকে নিয়ে এসে চেয়ারম্যানের নিকট জিম্মা রেখেছি।’

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ‘স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে আমাকে ডেকে নিলে আমি সেখানে উপস্থিত থেকে পুলিশের সিদ্ধান্ত মোতাবেক জমির ধান গুলো নিয়ে পরিষদে আনা হয়েছে, এবং ধানগুলো কাচা থাকায় পুলিশ কর্তৃক সোপর্দ করা ৩৫ মন ধান বিক্রি করে ২৬ হাজার ৩২০ টাকা জমা রাখা হয়েছে, জমির কাগজপত্র দেখে প্রকৃত মালিককে এই টাকা দেয়া হবে।’