নওগাঁয় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরন


রায়হান আলম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আউশ ধান চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চলতি আউশ মৌসুমে উপজেলার ৩শত কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের উন্নত মানের বীজ বিতরন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে, বায়ার ক্রপ সাইন্সের উদ্যোগে ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের সার্বিক সহযোগিতায় এই ধান বীজ বিতরন করা হয়। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, বায়ার ক্রপ সাইন্স কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা রাশেকুল ইসলাম, মাঝহারুল কাওসার প্রমুখ। প্রতিজন কৃষককে হাইব্রিড জাতের আউশধানের  ৩কেজি বীজ প্রদান করা হয়।

অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন এজেড-৭০০৬ জাতের এই আউশবীজের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ও অধিক ফলনশীল। তাই কৃষকরা সহজেই কম খরচে ও কম পরিশ্রমে এই জাতের আউশ ধান চাষ করে লাভবান হতে পারবেন।#