পুঠিয়ার প্রতিবন্ধিকে মারধর করার মামলার আটক ২


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার সরিষাবাড়ীতে প্রতিবন্ধিকে মারধর করা মামলার ২ জন আসামীকে আটক করেছে পুলিশ। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই তারেক ও তার সঙ্গীয় ফোস অভিযান চলিয়ে প্রতিবন্ধিকে মারধর করার ২ জন আসামীকে আটক করেছে। 

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি গ্রামের মৃত পাচু মন্ডলের দুই ছেলে আসাদুল (৩৯) এবং ইলিয়াস আলী (৩৬)।

এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছর মার্চ মাসের ২৪ তারিখে রাজশাহী জেলার পুঠিয়অ উপজেলার সরিষাবাড়ীতে দোকান বন্ধ করা বিষয়কে কেন্দ্র করে নুর নবীর প্রতিবন্ধি ছেলে হারুন আলী (৪০) কে মারধর করে আহত করে। 

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তী সময়ে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। 

সে সময় তার বাবা নুর নবী বাদী হয়ে পুঠিয়া থানায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করে। বৃহস্পতিবার দুপুরে আটককৃত ২ জন আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।