পুঠিয়ায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত


মোহাম্মাদ বজলুর রশিদ, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম- শত বার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর পুঠিয়ায় পিএন উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ১১তম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৪০ ইস্ট বেংগল রেজিমেন্টের আয়োজনে এবং ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সমন্বয়ে পরিচালিত হয়।
এ সময়, কমান্ডার ৯৩ সাঁজোয়া ব্রিগেড এর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিসুর রহমান, ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায় লেঃ কর্ণেল মোঃ জাহাঙ্গীর হোসেন, ৪০ ইস্ট বেংগল রেজিমেন্ড এর অধিনায়ক লেঃ কর্ণেল সাইদুল ইসলাম, রাজশাহী সিএমএই এর গাইনি স্পেশালিষ্ট মেজর শামছুন নাহার এবং মেডিক্যাল অফিসার মেজর উর্মিষা উপস্থিত ছিলেন।
চিকিৎসকরা জানান, সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতির মাঝে দুই শাতাধিক গর্ভবতী মায়েদের চেকিৎসা সেবা এবং বিনামুল্যে ঔষধ বিরণ করা হয়। এছাড়াও তাদের মাঝে খাদ্য এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।