পুঠিয়ায় তিন দিনব্যাপী দুলাল বাংলা লোকনাট্য উৎসবের উদ্বোধন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ১৭ তম দুলাল বাংলা লোকনাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি অনুষ্ঠানের উদ্ধোধন করেন। এই অনুষ্ঠান তিন দিন চলবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের পৃষ্ঠপোষকতায় রাজশাহীর পুঠিয়ায় ১৭ তম দুলাল বাংলা লোকনাট্য উৎসব তিন দিন ব্যাপী শুরু হয়। স্থানীয়ভাবে এ লোকনাট্য উৎসবের আয়োজনে রয়েছে পুঠিয়া থিয়েটার ও উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু সভাপতিত্ব করেন। এ সময় প্রত্নতত্ব অধিদপ্তরের মহা-পরিচালক রতন চন্দ্র পন্ডিত, ১৭ তম দুলাল বাংলা লোকনাট্য উৎসব এর প্রধান সমন্বয়কারী কামার উল্লাহ সরকার, পুঠিয়া থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি নাজমাতুন্নাহার সহ অনেকে উপস্থিত ছিলেন।

উৎসবটি লোকনাট্য গবেষক বাংলাদেশ গ্রাম থিয়েটারর সভাপতি মণ্ডলীর সদস্য সদ্য প্রয়াত কাজী সাইদ হোসেন দুলালের নামে উৎসর্গ করা হয়েছে।

উৎসবের প্রধান সমন্বয়কারী কামার উল্লাহ সরকার জানান, তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী উৎসবে নানা আয়োজনে থাকছে লাঠি খেলা, মাদারের গান, বাউল গান, আলকাপ, আদিবাসী নৃত্য, ঢাকবাদ্য, লোকনৃত্য, লালন-হাসনের গান, পুতুল নাট্য, নৃত্য নাট্য, কবি গান, গম্ভীরা, সঙযাত্রা ও লোকসংগীত।