পুঠিয়ায় লকডাউনে চতুর্থ দিনে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়াতে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্য দিয়ে চলছে চতুর্থ দিনের লকডাউন।
রাজশাহীতে প্রবেশপথ ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার গাওপাড়া ঢালান ও বানেশ্বর বাজারে পুঠিয়া থানা পুলিশ এবং শিবপুরহাটে হাইওয়ে পুলিশ চেকপোস্ট পরিচালিত করছে।

 

সড়কে চলাচল করা প্রতিটি যাবনাহন থামিয়ে যাত্রীদের ঘরের বাহিরে বের হবার কারন জানতে চাইছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরী সেবায় নিয়োজিত বা লকডাউনের আওত্বামুক্ত থাকা মানুষ ছাড়া অন্যদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এছাড়া মাস্ক ছাড়া বা অযথা বাহিরে বের হওয়া সহ বিভিন্ন অপরাধে মানুষদের জরিমানা করছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ।

 

সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ জানান, সকাল থেকে গাওপাড়া ঢালান, ঝলমলিয়া, শিবপুর ও বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ১২ টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়েছে।