পুঠিয়ায় স্কয়ার হাসপাতালে ভূল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ  রাজশাহীর পুঠিয়ায় বে-সরকারী স্কয়ার হাসপাতালে ভূল চিকিৎসায় মামনি নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নাটোর জেলার সদর থানার পাইকপাড়া গ্রামের টিটু তার গর্ভবর্তী স্ত্রী মামনি কে নিয়ে এসে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দালাল এর মাধ্যমে পুঠিয়া উপজেলা সদরে অবস্থিত নতুন স্থাপিত স্কয়ার হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। এ সময় ডাঃ আরিফুল সাব্বির সিজার অপারেশন করে। সন্ধ্যার পর হাসপাতালের মালিক কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রোগীর পরিবারকে বুঝিয়ে বলে রোগীর অবস্থা ভালো না তাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে বলে মাইক্রোবাস ঠিক করে তুলে দেওয়ার সময় হেসকি তুলতে তুলতে মরা যায়।

সে সময় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার সময় রোগী মারা গেছে বলে বাড়িতে নিয়ে চলে যায়। মঙ্গলবার সকালে সেই স্কয়ার হাসপাতালে গিয়ে তিন জন নার্স তারা কোন তথ্য দিতে রাজি হয়নি। তবে মালিক ও ম্যানেজার কাউকে ক্লিনিকে পাওয়া যায়নি।

থানার পুলিশ পরিদর্শক তদন্ত খালেদুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।