পুঠিয়া কাশিয়াপুকুর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পুকুর খননকারীর ১ লক্ষ টাকা জরিমানা


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া কাশিয়াপুকুর এবং সাতবাড়িয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কাশিয়াপুকুর পুকুর খননকারীর নিকট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রুমানা আফরোজ।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রুমানা আফরোজ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাশিয়াপুকুর অভিযান চালিয়ে ফসলী জমিতে শ্রেণী পরিবর্তন ছাড়াই পুকুর খনন করার সময় ঘটনাস্থলে থাকা ভেকু মেশিন মালিক ও ডাইভারের নিকট থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

এরপর একই ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় অপর একটি পুকুরে অভিযান চালায়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় পুঠিয়া থানার এসআই মঞ্জরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।