বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নওগাঁয় মানব বন্ধন


নওগাঁ প্রতিনিধি: উগ্র মৌলবাদী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পঅনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে ঘন্টাকাল ব্যাপী শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রধান সড়কে বাংলাদেশ হেলথ এ্যাসিট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।

মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সংগঠনিক সম্পাদক অনুপ কুমার ঘোষসহ প্রমুখ নেতৃবৃন্দরা।

বক্তারা উগ্র মৌলবাদী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা। মানব বন্ধনে জেলার দুই শতাধিক হেলথ এ্যাসিট্যান্টরা অংশ গ্রহন করে।