‘বর্তমান বৈশ্বিক সংকটকালে শিক্ষা বিষয়ে আমাদের করণীয়’-শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হচ্ছে সোমবার


প্রেস বিজ্ঞপ্তি:  বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে করোনা ভাইরাসের কারণে ‘বর্তমান বৈশ্বিক সংকটকালে শিক্ষা বিষয়ে আমাদের করণীয়’-শীর্ষক অনলাইন সেমিনার (৬ জুলাই, ২০২০) সোমবার সকাল ১১টা অনুষ্ঠিত হচ্ছে। 

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির মাননীয় সভাপতি এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক এর সভাপতিত্বে অনলাইন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষা মন্ত্রী ড. দীপু মণি।

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সম্পাদক শামসুন নাহার চাঁপা-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্তণালয়ের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল, দৈনিক ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত।

এছাড়া সারাদেশের ন্যায় রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে অনলাইন সেমিনারে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্, রাজশাহী জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কাশেম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম প্রমুখ।