মেয়রের ত্রাণ তহবিলে নগদ অর্থ অনুদান দিলেন মুক্তিযোদ্ধার স্ত্রী ও মেডিকেল ছাত্র


প্রসেনজিৎ ঘোষ: করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে নগদ অর্থ অনুদান দিয়েছেন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী ও একজন মেডিকেল শিক্ষার্থী। রোববার নগর ভবনের মেয়রের হাতে পৃথকভাবে অনুদানের অর্থ তুলে দেন তারা। এ সময় তাদের আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

তারা হলেন, মহানগরীর রাণীনগর নিবাসী বীর মুক্তিযোদ্ধা মৃত সাহেল আহমেদ জিন্নাহ এর স্ত্রী বিলকিস আহমেদ ও রাজশাহী মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ও ওই কলেজ শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাকির হোসেন। বিলকিস আহমেদ ৫০ হাজার টাকা ও মেডিকেল ছাত্র জাকির হোসেন তার টিউশনি করে জমানো ১০ হাজার টাকা মেয়রের ত্রাণ তহবিলে দেন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।