মে মাসে মারা যাবে ১০০০ মানুষ, আক্রান্ত ছাড়াবে ৫০০০০


রাপ্র ডেস্ক: চলতি মে মাসের মধ্যেই দেশে নভেল করোনা ভাইরাসে অন্তত ১০০০ মানুষের মৃত্যু হবে বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রবিবার (৩ মে) সচিবালয়ে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ তথ্য জানানো হয়।

আইইডিসিআর জানায়, আগামী ৩১ মে পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮ থেকে ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। একইসঙ্গে কোভিড আক্রান্ত হয়ে ১ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ডা, জাহিদ মালেকের সভাপতিত্বে আরও অংশ নেন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এফবিসিসিআই ও পুলিশের মহাপরিদর্শকসহ আইইডিসিআর কর্মকর্তারা।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এরপর মার্চ মাসে আক্রান্ত ও মৃত্যু নাগালের মধ্যে থাকলেও এপ্রিলের শুরু থেকেই প্রতিদিন ব্যাপক হারে বাড়তে থাকে সংক্রমণ। গোটা দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৪৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৭৭ জন, সুস্থ হয়েছেন ১০৬৩ জন। এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন।