শচীনের বিপরীত কোহলি : আকরাম


রাপ্র ডেস্ক: দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে এখন বিরাট কোহলিকে তুলনা করা হয় ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকারের সঙ্গে। এবার দুই সময়ের দুই কিংবদন্তির তুলনা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম। সেটাও আবার স্লেজিং নিয়ে। আকরামের মতে, প্রতিপক্ষের স্লেজিং শুনে ঠিক বিপরীত আচরণ করেন শচীন আর কোহলি। যে কারণে কোহলিকে আউট করা সহজ।

খেলোয়াড়ী জীবনে আকরামের সঙ্গে শচীনের ব্যাট-বলের লড়াই ছিল দেখার মতো। সেই আকরামের সামনে কোহলিকে পড়তে হয়নি এটা সৌভাগ্যের। পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, ‘কোহলি আধুনিক সময়ের গ্রেট, ব্যক্তি হিসেবে খুবই আগ্রাসী। ব্যাটসম্যান হিসেবেও তাই। শচীন ছিল শান্ত স্বভাবের, কিন্তু ব্যাট হাতে আগ্রাসী। ওর শরীরী ভাষাটা অন্য রকমের। বোলার হিসেবে এই দিকগুলো দেখতে হয়।’

মাস্টার ব্লাস্টারকে আউট করতে আকরাম নানা রকমের ডেলিভারি করতেন। সেই সঙ্গে চলত স্লেজিংও। আকরাম বলেন, ‘শচীন জানত আমি ওকে স্লেজিং করব। তখন ও আরও দৃঢ় হয়ে যেত। এটাই আমার মূল্যায়ন। আমি অবশ্য ভুলও হতে পারি। কোহলিকে যদি আমি স্লেজিং করি, তা হলে সে রেগে যাবে। ব্যাটসম্যান যখনই রেগে যায়, তখনই সে বোলারকে আক্রমণ করে। আর তখনই ব্যাটসম্যানকে আউট করার বেশি সুযোগ থাকে।’