সবার কাছে দোয়া চাইলেন মাশরাফী


ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ভালো সময় পার করছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। সবকিছু চলছিল ঠিকঠাক। কিন্তু এর মধ্যেই অনাকাঙ্খিত চোটে হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। হাসপাতাল থেকে বাসায় ফিরে সবার কাছে দোয়া চাইলেন নড়াইল এক্সপ্রেস।

গতকাল শনিবার নিজ বাসায় কাচ ভেঙে পড়ে পা কেটে গেছে মাশরাফীর। দুর্ঘটনার পর মাশরাফীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাশরাফীর ভাই মোরসালিন বিন মোর্ত্তজা জানিয়েছেন, মাশরাফীর পায়ে ২৭টি সেলাই পড়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

হাসপাতাল থেকে বাসায় ফিরে মাশরাফী নিজেও দিলেন স্বস্তির খবর। জানালেন, আগের চেয়ে ভালো আছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিস্থিতি জানিয়ে মাশরাফী লিখেছেন, ‘নিশ্চয় মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি এখন। চিন্তা করার মতো গুরুতর অবস্থায় আপাতত নেই ইনশাআল্লাহ। কিছু দিন বেড রেস্টে থাকতে হবে। অনেকেই ম্যাসেজ দিয়েছেন,ফোন করে জানতে চেয়েছেন,আপনাদের সবাইকে জানাতে পরিনি বলে দুঃখিত। সবাই দোয়া করবেন,ইনশাআল্লাহ। আল্লাহর কাজ সব ভালো।’