সাপাহারে আরো ২ জনের শরীরে করোনা শনাক্ত


নিজস্ব প্রতিবেদক: নওগাঁর সাপাহারে আরো ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত পাওয়া গেছে। এই দিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে। নতুন আক্রান্তদের বাড়ি গোয়ালা ইউনিয়নের হাপানিয়া এলাকায়। আগের আক্রান্তের বাড়ি একই ইউনিয়নে।

জানা গেছে, গত ২৩ এপ্রিলে তারা কুমিল্লা থেকে সাপাহারে আসলে তাদের প্রাতিষ্ঠানিক হোমকরান্টাইনে রাখার পর দিন ২৪ তারিখে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার সকালে তাদের রিপোর্টে পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রুহুল আমিন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২৩ এপ্রিল কুমিল্লা থেকে ১১জন ব্যক্তি এক মাইক্রো বাসে করে গোপনে সাপাহারে প্রবেশ করে। সাথে সাথে আমরা তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখি। তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে আক্রান্তদের নজরদারি ও প্রতিষ্ঠানিক আইসোলেসনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে।