‘সুপার ডুপার’ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া এবং চীনকে পরাজিত করা হবে’


রাপ্র ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক গলাবাজির কারণে বিশ্বে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। তিনি বলেছেন, নতুন ‘সুপার ডুপার’ ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং চীনকে পরাজিত করা হবে।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন মহাকাশ বাহিনীর নতুন পতাকা উন্মোচন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, “আমাদের সামনে কোনো উপায় নেই, তাদেরকে পরাজিত করতেই হবে।”

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, “আমাদের হাতে যে ক্ষেপণাস্ত্র আছে তাকে আমি সুপার ডুপার ক্ষেপণাস্ত্র বলি এবং আমাদের প্রতিদ্বন্দ্বীদের হাতে যে ক্ষেপণাস্ত্র আছে তার চেয়ে ১৭ গুণ দ্রুত গতিসম্পন্ন।”

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের ডান পাশে দাঁড়ানো মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্কস এসপার তার কথায় সায় দিয়ে বলেন, “প্রেসিডেন্ট সঠিক কথা বলেছেন।”

গত মার্চ মাসে মার্কিন সামরিক বাহিনী নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। আমেরিকা দাবি করছে, তাদের এ ক্ষেপণাস্ত্র শত্রুর যেকোনো প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে সক্ষম।- ব্রেকিংনিউজ/