সাড়া ফেলেছে আপেক্ষিক ব্যান্ডের নতুন গান ‘কে বলে’


রাপ্র ডেস্ক: বাংলাদেশের সম্ভাবনাময়ী ‘’আপেক্ষিক’ ব্যান্ডের ‘কে বলে’ গানটি প্রকাশ করেছে। এটি আপেক্ষিকের প্রথম সেলফ টাইটেল্ড এ্যালবাম “আপেক্ষিক” এর প্রথম গান। গত ২৯ ফেব্রুয়ারি রিলিজ হয় তাদের প্রথম মিউজিক ভিডিও ‘কে বলে’। প্রকাশের পর থেকে ‘কে বলে’ গানটির প্রশংসা ব্যান্ড জগতের অনেকেই করছেন। ব্যান্ডপ্রেমী শ্রোতারাও ভালোবেসে গানটি গ্রহণ করছে ।

এর আগে ২০১৮ তে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ব্যান্ড মিক্সড এ্যালবাম “অপরাজেয়” তে তাদের প্রথম গান “একটা শহর” রিলিজ হয়েছে।

আপেক্ষিক মূলত রক ব্যান্ড হলেও তারা অন্যান্য বেশ কয়েকটি ঘরনা নিয়ে কাজ করছে যেমন সাইকেডেলিক, প্রগ্রেসিভ, রেগে, ব্লুজ, রক এন্ড রোল ইত্যাদি এবং তাদের অ্যালবামে এর প্রভাব স্পষ্ট বোঝা যাবে। সবগুলো গানই শ্রোতাদের মন জয় করতে পারবে বলে আশাবাদী ব্যান্ড আপেক্ষিক।

ব্যান্ডের ভোকাল তানজির আহমেদ শুদ্ধ জানায়, আপেক্ষিক ব্যান্ডের মূল উদ্দেশ্য ভালো গান বানানো, ভালো মিউজিক করা। সামনে আরও বেশকিছু কাজ আসছে আমাদের। অন্যান্য ব্যান্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা রক গানের গৌরবকে গৌরবান্বিত করাই আমাদের লক্ষ্য।

ব্যান্ডের ড্রামার রোমেন্স খান জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আপেক্ষিকের এ্যালবামের দ্বিতীয় গানটি মিউজিক ভিডিও সহ রিলিজ হবে। এ্যালবামের জন্য প্রায় ৬-৭টি গান রেডি আছে। আগামী বছরের শুরুর দিকেই প্রথম এ্যালবাম “আপেক্ষিক” রিলিজ করতে পারবো বলে আশা করছি।

ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন- তানজির আহমেদ শুদ্ধ (ভোকাল), অভিক ডমিনিক ও জয় সিদ্দিকী (গিটার), লাম রহমান    ( কীবোর্ড), সাদবী বিন মোরশেদ (বেজ) এবং রোমেন্স খান (ড্রামস) ।

তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল “Apekkhik Band” এ মিউজিক ভিডিওটি সবাই দেখতে পাবে।