আটঘরিয়ায় স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়ার সভা অনুষ্ঠিত


আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় স্কুল-মাদ্রাসার ৫০ তম জাতীয় গ্রীস্মকালীন  ক্রীড়া সমিতির সভা রবিবার (০৩ সেপ্টেম্বর ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলাম।
 গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
এসময় বক্তব্য দেন উপজেলা একািডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, দেবোত্তর দাখিল মাদ্রাসার সুপার মোঃ জহুরুল ইসলাম, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা মায়া, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, ক্রীড়া শিক্ষক মোঃ ইয়াছিন আলী, মোঃ মুরশেদ আলম খান প্রমুখ।