অসহায় মানুষের পাশে যুবদল নেতা মনির


রাপ্র ডেস্ক: করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ৷ আয় বন্ধ হওয়ায় চরম খাদ্য সংকটে পড়েছে খেটে খাওয়া মানুষেরা।

এরই মাঝে সারা দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপরাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মিরপুর দারাসালাম এলাকার অসহায় ও দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন দারুসসালাম থানা যুবদল সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির৷দলীয় প্রধানের নির্দেশে এই যুব নেতা এরই মাঝে দারুসসালাম থানার অন্তর্গত ৯, ১০, ১২ (আঞ্চলিক) নম্বর ওয়ার্ডের প্রথম কলোনী, বসুপাড়া, বেলতলী বস্তি, দারুসসালাম, টোলারবাগ, ডেল্টা হাসপাতালে সামনে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।

মনিরুল ইসলাম মনির বলেন, আমাদের দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সারাদেশে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। আমরা যুবদল ও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছি।