রাণীনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পাঁচ বছর বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ধর্ষণ চেষ্টাকারী যুবক সোহেল হোসেন (৩২) কে গণধোলাই দিয়েছে। ঘটনাটি ঘটেছে রাণীনগর উপজেলার আতাইকুলা এলাকায়। ঘটনাটি ধামাচাপা দিতে মড়িয়া হয়ে উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা।

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল অনুমান সাড়ে ৯টা নাগাদ শিশুটি খেলা ধুলা করছিলো।

এ সময় আতাইকুলা উত্তরপাড়া গ্রামের ছহির উদ্দিনের ছেলে সোহেল হোসেন শিশুকে কৌশলে একটি নবনির্মিত পাকা বাড়িতে নিয়ে গিয়ে ধানের বস্তার মাঝখানে নগ্ন করে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুর বাবা মা ভাত খাবার জন্য শিশুকে খোঁজা খোঁজি করার সময় ডাকা ডাকি করলে ওই ঘর থেকে চিৎকার শুরু করে। পরিবারের লোকজন ছুটে গিয়ে শিশুকে নগ্ন অবস্থায় উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজন জরো হয়ে ধর্ষণ চেষ্টাকারী যুবক সোহেল হোসেনকে গণধোলাই দিয়েছে। পরে সুষ্ট বিচারের আশ্বাসে যুবককে তার পরিবারের লোকজনের হাতে তুলে দেয়।

ঘটনার সত্যতা শিকার করে নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একজন মাতাব্বর জানান, লোকজন দেখতে পেয়ে সোহেলকে মারপিট করায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। বিষয়টি নিয়ে ঈদের পর বসে মিমাংসার কথা রয়েছে।

যুবক সোহেল হোসেন এর চাচাতো ভাই জানান, ধর্ষণ নয়, মাঠের মধ্যে কথা কাটাকাটির জ্বের ধরে সোহেলকে মারপিট করা হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনাটি শুধু মুখে মুখে শুনছি তবে আমাকে কেউ এখনো জানায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।