জাল সনদে দলিল লেখকের লাইসেন্স


বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা সাব-রেজিস্ট্রি অফিসে জাল ও ভুয়া এস.এসসি সনদ দেখিয়ে দলিল লেখকের লাইসেন্স করে মো. শাহিনুর রহমান (সনদ নং-১৮৭)। তদন্তের মুখে নতুন আরেকটি এস.এস.সির সনদ জমা দেন। এতে নামের বানান ভুল থাকায় কয়েক ঘন্টার ব্যবধানে আরো আরেকটি সনদ দেয়। যা হুবহু শিক্ষাবোর্ড কর্তৃক সরবরাহকৃত সার্টিফিকেটের সাথে সাদৃশ্যপূর্ণ। 

এ ঘটনায় অনেকে শঙ্কা প্রকাশ করেছেন, ভুয়া সনদ দেখিয়ে যে কেউ এ ধরণের অবৈধ সুবিধা গ্রহণ করতে পারে।

এদিকে, বাংলাদেশ সহকারী মহাপরিদর্শক (নিবন্ধন)  মো আব্দুল লতিফ স্বাক্ষরিত একটি স্মারকে বাঘা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. শাহিনুর রহমান আইন উপেক্ষা করে এস.এস.সি পাশ না করেই দলিল লেখকের সনদ গ্রহণ করায়ু তা বাতিলের এবং আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।