বঙ্গবন্ধুর খুনি রাশেদকে ফেরত দেওয়ার অনুরোধ


রাজশাহী প্রতিদিন : বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. একে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইর একটি চিঠি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

এ সময় ড. মোমেন জানান, কভিড-১৯ ভাইরাসের কারণে বাংলাদেশের মানুষের ওপর অর্থনৈতিক প্রভাব পড়ছে। বিশেষ করে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক শিল্প পণ্য রপ্তানিতে সহায়তা চান।

বৈঠকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন ড. মোমেন। এ সময় তিনি রোহিঙ্গাদের ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। মার্কিন রাষ্ট্রদূত রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।