আটঘরিয়ায় তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত


আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য ও সচিবগণদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ শীর্ষক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কোসের সমাপনী  অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলডি) ঢাকার আয়োজনে এবং আটঘরিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।
এসময় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
সমাপনী অনুষ্ঠানে  প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলডি) ঢাকার সহকারি পরিচালক কামরুন নাহার। অনুষ্ঠানিটি সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান প্রমুখ।
উক্ত প্রশিক্ষণ কোসে দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল,  চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল,  লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ সহ ইউপি সদস্য ও সচিবগণ তিনদিন ব্যাপি  এই প্রশিক্ষণে বক্তব্য রাখেন।