খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনুর মৃত্যুতে আওয়ামীলীগের উপদেষ্টা প্রফেসর ড. আবদুল খালেকের শোক প্রকাশ


প্রেসবিজ্ঞপ্তি: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনু (বীর প্রতীক) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, রাবির সাবেক উপাচার্য এবং বর্তমানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।

সোমবার এক শোক বার্তায় তিনি বলেন, ‘রাজশাহীর কৃতি সন্তান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) বদিউজ্জামান টুনু’র সাথে আমার খুব ঘনিষ্ট সর্ম্পক ছিলো। তাঁর অমায়িক ব্যবহার, সততা ও নিষ্ঠা আমাকে মুগ্ধ করতো। তাঁর মৃত্যুতে জাতি একজন গর্বিত সূর্য সন্তানকে হারাল। মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার তাঁকে বীর প্রতীক উপাধীতে ভূষিত করেছেন।

 

দেশমাতৃকার মুক্তিসংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’