জয়পুরহাটে একদিনে ১১জনের করোনা শনাক্ত, জেলায় মোট ১৯


রাপ্র ডেস্ক : জয়পুরহাটে একদিনে হাসপাতালের নৈশ প্রহরীসহ আবারও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। আক্রান্তদের মধ্যে একজন কালাই উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের নৈশ প্রহরী থাকায় ওই  স্বাস্থ্য কমপ্লেক্সকে লকডাউন করা হয়েছে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, সোমবার রাত ১১টার দিকে ঢাকা থেকে ১শ ৮৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে ১১ জনের করোনা পজিটিভ এসেছে এবং ১শ ৭৪ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কালাই উপজেলার ৯জন ও ক্ষেতলাল উপজেলার ২জন ।

এদিকে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ জেলায় প্রথম ২জন করোনা রোগী শনাক্তের পরপরই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। একদিন আগেও জেলায় করোনা রোগীর সংখ্যা ছিল ৮ জনে। মাত্র একদিনে ১১জন করোনা শনাক্ত হওয়ায় এখন জেলায় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ১৯ জনে। সবাইকেই আইসোলেশনে রাখা হয়েছে। তবে ছোট্ট এ জেলায় প্রতিদিনই করোনা রোগী বেড়ে যাওয়া মানুষের মাঝে চরম আতঙ্ক কাজ করছে।