ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর থেকে রাজশাহী ফিরলেন আরও ১৬ জন


নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে রাজশাহী এসেছেন আরও ১৬ জন। সোম ও মঙ্গলবার তারা রাজশাহী এসেছেন। এই সময়ের মধ্যে ভারত ও মানিকগঞ্জ থেকেও এসেছেন চারজন। রাজশাহীতে আসা এ ২০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এ নিয়ে রাজশাহীতে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে এসেছেন ছয়জন, নারায়ণগঞ্জ থেকে তিনজন এবং গাজীপুর থেকে সাতজন। এছাড়াও তিনজন ভারত ও একজন এসেছেন মানিকগঞ্জ থেকে এসেছেন। এদের মধ্যে রাজশাহী মহানগরীর রয়েছেন চারজন, জেলার বাঘা উপজেলার আটজন এবং তানোর উপজেলার আটজন। বাইরে থেকে আসা সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

সিভিল সার্জন জানান, রাজশাহীতে এ পর্যন্ত এক হাজার ৬৯৩ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়। এর মধ্যে এক হাজার ৪৮৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নয়জন। তাদের মধ্যে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আটজন। আর মারা গেছেন একজন।