তানোরে ওয়ার্ড আ.লীগের সম্পাদক পেটালেন শ্বেচ্ছাসেকলীগের সভাপতিকে!


তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির ৪নং শ্রীখন্ডা ওয়ার্ডের মাঝিপাড়া গ্রামে রাস্তার ধারে ভিটা মাটি নিয়ে বিরোধের ঘটনায় ৪নং ওয়ার্ড শ্বেচ্ছাসেবক লীগের সভাপতি পিযুস কুমার কে বেধড়ক পিটিয়েছে একই ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সস্পাদক দুলাল কুমার বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ০২ অক্টোবর সমবার বেলা ১টার দিকে এমন ঘটনা ঘটে বলে জানা যায়। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে দুলাল কুমার মাঝিপাড়া টু দমদমা রাস্তার ধারে জোর পূর্বক পিযুস কুমারে নিজস্ব সম্পত্তিতে চাল তুলে দখলে নেন, পিযুস বারন করলে তাকে দুলাল কুমার দাম্ভিকতা দেখায়, পরে পিযুস কুমার আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকতার নিকট ন্যায় বিচারের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি নিষ্পত্তির জন্য উপজেলা প্রশাসন গ্রাম আদালতে প্রেরণ করেন। গ্রাম আদালত বিষয়টি নিয়ে গ্রামে বসে সিমানা নির্ধারণ করতে গত ২৮ সেপ্টেম্বর ০৪নং ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম রাজা কে দায়িত্ব দেয়।
০২ অক্টোবর সমবার বেলা ১টার দিকে জমি মাপযোগ চলাকালীন সময়ে উত্তেজিত অবস্থায় স্থানীয় মেম্বার সহ জমিমাপের দায়িত্বে থাকা গন্যমান্য সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও দাম্ভিকতা দেখান দুলাল কুমার। সাথে সাথে বাদি পিযুস কুমারকে বাগে পেয়ে দাথি, ঘুসি, কিল মারতে থাকে পরক্ষণে দেশিও অস্ত্র হাসুয়া হাতে হত্যার উদ্দেশ্যে পিযুসের দিকে এগিয়ে আসে তৎক্ষণাৎ গ্রাম পুলিশ দুলালের হাত থেকে হাসুয়া কেড়ে নেন বলে জানা গেছে।
এঘটনায়, ভোক্তভোগী পিযুস কুমার জানান, আমার দাদুর নামে রেকর্ডভুক্ত সম্পতি দুলাল কুমার জোর পূর্বক দখল করে আমি অভিযোগ জানায় জমি মাপযোগের সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক আমার উপর হামলা চালাই বিবাদী দুলাল কুমার। এহেন ঘটনায় আমি আবারও লিখিত অভিযোগ দিয়েছি ইউনিয়ন পরিষদে। এ বিষয়ে সরাসরি উপজেলা প্রশাসনের  হস্তক্ষেপ কামনা করেছেন পিযুস কুমার।
এমন ঘটনায় এলাকা জুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা, এ বিষয়ে জানতে বিবাদী দুলাল কুমারের কোনো বক্তব্য পাওয়া যায় নি।