প্রকাশিত সংবাদের প্রতিবাদ


গত ১০ জুন বুধবার ‘বিবিএসনিউজ২৪.কম’ অনলাইন পত্রিকায় ‘‘কানসাট আম বাজারে ক্যারেট বহনকারী যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ’’ ও ১১ জুন বৃহষ্পতিবার ‘তারুণ্যের আলো২৪.কম’ অনলাইন পত্রিকায় ‘‘কানসাট আম বাজারে ক্যারেট বহনকারী যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ’’ সংবাদ দুটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে আমাকে জড়িয়ে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। 

ইজারাদার হিসেবে সরকারী বিধি মোতাবেক ক্যারেট প্রতি ৬ (ছয়) টাকা গ্রহণ করে থাকি এবং এর কোন ব্যতয় হয়নি। আমি যতখানি জানি, এক শ্রেণির লোক আমার ও আমার ইজারা প্রতিষ্ঠানের প্রতি ইর্শান্বিত হয়ে তাদের স্বার্থ চরিতার্থ করতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ পরিবেশনে সহায়তা করেছে। 

আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকরা জাতির বিবেক তাই আমি প্রত্যাশা করি ভবিষ্যতে সাংবাদিকরা এ ধরণের মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশন পরিহার করে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতির কল্যাণে অবদান রাখবেন। 

তারিখ: ১৫/০৬/২০২০ (মোঃ মাইনুল ইসলাম) ইজারাদার কানসাট হাট ও দৈনিক বাজার (আমবাজারসহ) কানসাট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।