ভোলাহাটে বিশ্ব পরিবেশ দিবসে  ৪’শ তালগাছ রোপন


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশ্ব পরিবেশ দিবস পালনের অংশ হিসেবে উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প(১ম সংশোধিত) প্রদর্শনীতে ৩নং দলদলী ইউনিয়নের বালুটুঙ্গীর পাকা রাস্তার দু’ধারে সোমবার বিকেল সাড়ে ৪টায় তালগাজ রোপনের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সুলতান আলীর সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ২নং গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্ ও ৩নং দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আখতারুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মোঃ আবুল কাশেম, মোঃ মাসিরুল ইসলাম, মোঃ আব্দুল ওয়াহিদ, মোঃ মুকুল মিয়া ও সংশ্লিষ্ট ৩নং দলদলী ইউপির মহিলা মেম্বার মোসাঃ ফারজানা আক্তার ছবি।

এ সময় দলদলী ইউনিয়নের কৃষিজীবি বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবসের অংশ হিসেবে উপজেলার দলদলী ইউনিয়নের বালুটুঙ্গী হতে ৪নং জামবাড়ীয়া ইউনিয়নে যাবার পাকা রাস্তায় দু’ধারে ৪’শ টি তালগাছ লাগানো হবে। এতে যেমন পরিবেশ দুষণরোধ করবে, তেমনি বিশেষ করে দর্শনার্থীদের জন্য মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হবে। সেই সাথে এখানকার পরিবেশ ভারসাম্য রক্ষার্থে একটি দেখার সৌন্দর্য্য বৃদ্ধি করবে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সুলতান আলী।